বিউবো দক্ষিণাঞ্চলের নতুন প্রধান প্রকৌশলী সামিনা বানু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০৭ অপরাহ্ণ

প্রকৌশলী দেওয়ান সামিনা বানু গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রামের ৫০তম প্রধান প্রকৌশলী (সিই) হিসেবে যোগদান করেছেন। তিনি পূর্ববর্তী প্রধান প্রকৌশলী মো. শামছুল আলমের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি শিকলবাহা ২২৫ মেগাওয়াট ও কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দেওয়ান সামিনা বানু ১৯৬৩ সালের ১ আগস্ট নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বিএসসি (ট্রিপল-ই) এবং ২০০৯ সালে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনব উদয় গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় জামানত হারিয়েছেন ২০ কাউন্সিলর প্রার্থী