বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনাইদ খানের বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে। গুঞ্জন রয়েছে- বড় পর্দায় নিজেকে তুলে ধরতে প্রস্তুত সম্পন্ন করেছেন জুনাইদ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। ‘মহারাজ’ নামের সিনেমাটির গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে। খবর বাংলানিউজের।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মারোলের বিজয় নগরে এক মাস ধরে একটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যেখানে সিনেমাটির শুটিং হচ্ছে। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা এবং প্রযোজনা ডিজাইন টিম তাদের কাজ আগেই গুছিয়ে নিয়েছেন। ‘অর্জুন রেড্ডি’ সিনেমার অভিনেত্রী শালিনী পান্ডে, শারভারি ওয়াঘ, জয়দীপ আহলাওয়াতও সিনেমাটিতে অভিনয় করবেন বলে খবর। জানা যায়, ‘মহারাজ’ সিনেমাটি মূলত ধর্মীয় গুরু মহারাজের করা মামলা নিয়ে নির্মিত হচ্ছে। ১৮৬২ সালে এই ধর্মীয় গুরু একটি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন, কারণ সংবাদপত্রটি তার বিরুদ্ধে নারী ভক্তদের যৌন শোষণের অভিযোগ এনে খবর প্রকাশ করেছিল। আমিরপুত্র জুনায়েদ খান সিনেমাটিতে সাংবাদিক কারসানদাস মুলজি চরিত্রে অভিনয় করছেন বলে জানা যায়।