শিক্ষাসামগ্রী বিতরণ ও পিঠা পুলি উৎসব

ড. আর পি সেন গুপ্ত-নিষপাপ স্কুল

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

স্বাভাবিক ও বিশেষ শিশুদের জন্য প্রতিষ্ঠান নিষপাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত ড. আর পি সেন গুপ্ত-নিষপাপ সমন্বিত বিদ্যালয়ের উদ্যোগে গত ১৩ ফেব্রুয়ারি স্কুলের ছাত্র/ ছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ এবং পিঠা-পুলি ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক লায়লা খালেদা। পিঠা ও বসন্ত উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ কামরুল পাশা ভুঁইয়া। অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সাধারণ সমপাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন নিষপাপ সভাপতি সাংবাদিক এম. নাসিরুল হক। বক্তব্য দেন, প্রফেসর মিলন কান্তি দত্ত, অধ্যাপক কৃষ্ণধন বিশ্বাস, সুভাষ চন্দ্র দাশ, স্কুলের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী। ভর্তিকৃত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে বিনামূল্যে বই, স্কুল ড্রেস, স্কুল জুতা, স্কুল ব্যাগ ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে প্রধান অতিথি ও উদ্বোধক অন্যদের নিয়ে পিঠা উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন। সেরা ৩টি স্টলকে প্রধান পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা এবং বিশেষ শিশু শুভনীল দাশ রিবু বসন্ত বরণ উপলক্ষ্যে সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০১৯-২০২০ কর বছরে ২য় সর্বোচ্চ করদাতা মেঘনা পেট্রোলিয়াম
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ ২ যুবক আটক