মোহরায় গৌরাঙ্গ নিকেতন উৎসব ২৪ ফেব্রুয়ারি শুরু

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মোহরা গৌরাঙ্গ নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পৌরহিত্য করবেন বাঁশখালী ঋষিধামের সুদর্শনানন্দ পুরী মহারাজ। মোহরা ইস্‌কনের অধ্যক্ষ গৌরহরি দাস ব্রহ্মচারীর পরিচালনায় ধর্মসম্মেলনে উপস্থিত থাকবেন মহারাজবৃন্দ, সমাগত সাধু-সন্ন্যাসী বৈষ্ণব ও ঋষিগণ। মহানামযজ্ঞের অধিবাসে পৌরহিত্য করবেন মুরালী দাস গোস্বামী। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল
পরবর্তী নিবন্ধসরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক হাইকিং