‘২০ বছরে কিছুই শিখেনি বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে সেই ২০০০ সালে। দেখতে দেখতে বিশটা বছর পেরিয়ে গেছে, তবুও এই সংস্করণে বাংলাদেশ এখনো আনকড়া। টেস্ট অধিনায়ক মোমিনুল হক বলেন, গত বিশ বছরে আসলে কিছুই শিখেনি বাংলাদেশ। গতকাল মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পর হতাশা গোপন করতে পারলেন না মোমিনুল। বলছিলেন, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে…। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি। উন্নতির শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নতি করতে হবে।’ টেস্ট খেলাটা কবে ধরতে পারবে বাংলাদেশ? সেই উত্তর মোমিনুলের কাছে নেই। তবে কী করতে হবে সেটা ঠিক জানেন, ‘ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়তে হবে। লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাটসম্যানরা যদি তিন-চার সেশন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্ট দলের জন্য সহজ হবে।’ ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের।
তবুও না পারার ব্যাখ্যায় মোমিনুলের ভাষ্য, ‘নির্দিষ্ট কোনো কারণ নেই। হয়তো আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু কঠিন উইকেট থাকলে সেটি মানিয়ে নিতে হবে। খুব বেশি বাউন্সও ছিল না। কর্নওয়াল কিছু বাউন্স পেয়েছে তাঁর উচ্চতার জন্য। আমাদের মানিয়ে নেওয়া উচিত ছিল। সেটা আমরা করতে পারেনি। যার কারণে দ্বিতীয় টেস্টটা হাত থেকে চলে গেছে।’

পূর্ববর্তী নিবন্ধহযরত কাশেম শাহ্‌ ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ফাইনালে