চারশ রানের লিড চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল বলেন, লিডটা ৪০০ রানে নিয়ে যেতে চান সফরকারীরা। খেলা শেষে কর্নওয়াল বলেন, ‘আমরা সকলটা কেমন কাটছে দেখতে চাই। আমি যেটা বললাম, লাঞ্চে আমরা ভালো অবস্থানে থাকলে আমরা একটি সুবিধাজনক টার্গেট দিতে পারব। আমার মনে হয় ৪০০-এর উপরে যে কোনো টার্গেটই আমাদের জন্য সুবিধাজনক হবে। আমাদের শুধু কালকে সকালে ভালো ব্যাটিং করতে হবে এবং পরে আমরা বাংলাদেশকে আক্রমণ করতে পারব।’ কর্নওয়াল বলেন, ‘আমার মনে হয় আমরা একটু এগিয়ে আছি, চালকের আসনে আছি। কালকের দিনটি গুরুত্বপূর্ণ। আমাদের কালকের প্রথম ঘন্টায় ভালো ব্যাটিং করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধমিরাজের ১০০ উইকেট
পরবর্তী নিবন্ধহাফিজ সহ-সভাপতি ও দিদার সদস্য নির্বাচিত