চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি আয়োজিত ছিদ্দিক খান ও হামিদুন্নেছা স্মৃতি আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা গত ১২ ফেব্রুয়ারি পাঁচলাইশ যুব সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭টি টিমের ১৫০ জন প্রতিযোগী ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রধান নির্বাহী কফিল উদ্দিন খানের সভাপতিত্বে বিকালে যুব সংঘ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। এর আগে সকালে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির, আরফান উল্লাহ চৌধুরী আপেল, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহারাজ চৌধুরী, সোহেল খান, সোহেল আক্তার খান, এম.এ হোসাইন বাদল, যুগ্ম সম্পাদক এম.এ জলিল, জসিম উদ্দিন বাদল, আবু জাহেদ, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার তোহা, কোহিনুর আক্তার খানম, সফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী কারাতেদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক এবং সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।