চিটাগাং ক্লাব লিমিটেডের ক্রিকেট বিভাগ আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে চেয়ারম্যান টিমকে ৫৭ রানের ব্যবধানে হারিয়েছে ভাইস চেয়ারম্যান টিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে টস করে শুভ সূচনা করেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকির সার্বিক তত্ত্বাবধানে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ভাইস চেয়ারম্যান টিম ২৬২ রান সংগ্রহ করে। জবাবে চেয়ারম্যান টিম ২০৫ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ শেষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। এ সময় ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি এবং অন্যান্য কমিটি মেম্বারবৃন্দের মধ্যে জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ চৌধুরী রনি, সৈয়দ আহসানুল হক শামীম, রুমানা হায়াত, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, আজিজুল হাকীম, মঞ্জুরুল আলম পারভেজসহ বিপল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। একই মাঠে ক্লাব সদস্যদের অনূর্ধ্ব ১২ বয়সের সন্তানদের অপর এক প্রীতি ক্রিকেট ম্যাচও সম্পন্ন হয়। ম্যাচে আম্পায়ার ছিলেন সুজন। উল্লেখ্য ইস্পাহানী গ্রুপ, বারকোট এবং লন্ড্রিবয় ম্যাচটির যৌথ পৃষ্ঠপোষকতা করে।