‘আমি আছি, আমি থাকবো ক্যান্সারের বিরুদ্ধে লড়ে যাব’ এই শ্লোগান নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের ক্যান্সার দিবস উপলক্ষে ব্লাড ক্যান্সার বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী রোগী ও রোগীর অভিভাবকদের নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করে। গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে মিলনায়তনে বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মো. গোলাম রব্বানী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আফতাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. শাহেদ আহমেদ চৌধুরী। ডা. অদিতির সঞ্চালনায় হেমাটোলজি বিভাগের পরিসংখ্যান তুলে ধরেন রেজিস্ট্রার ডা.সৌরভ বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার ডা. আশেকুল ওয়াহাব চৌধুরী, ডা. নবীনা লালা, ডা. তুলি দত্ত, স্কিল ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট মো.আবু ছায়েম। তাছাড়া হেমোফেলিয়া সোসাইটি অব বাংলাদেশ চটগ্রাম সভাপতি সাইফুল ইসলাম, বিকন ফার্মা আঞ্চলিক ম্যানেজার জহির উদ্দিন বাবর, ব্লাড ক্যান্সার রোগীর অভিভাবক ওসমান জাহাঙ্গীর। এতে হেমাটোলজি বিভাগের বিভাগের সেবিকা, রোগীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের কারণে ব্লাড ক্যান্সার এখন নিরাময়যোগ্য। চিকিৎসা দ্রুত শুরু করতে পারলেই রোগী ভাল হয়। হেমাটোলজি বিভাগের স্কিল ল্যাবটি আধুনিকায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।