নগর ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি

বিক্ষোভ সমাবেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে নগর ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে একটি মিছিল আসে। কিছুক্ষণ পর যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিশান ও সালাহউদ্দিন শাহেদের নেতৃত্বে আরেকটি মিছিল আসে। এসময় মিছিলটিতে থাকা নেতাকর্মীরা ভিড় ঠেলে সামনের দিকে যেতে চাইলে আগে থেকে সামনে অবস্থান নেয়া ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতি জড়িয়ে পড়ে এবং পরষ্পরকে চেয়ার ছুড়ে মারতে দেখা গেছে। এসময় কলমের খোঁচায় এক ছাত্রদল নেতা আহত হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থতি শান্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখার সময় এবং সমাবেশ শেষেও আরেক দফা হাতাহাতি করে দুই গ্রুপ।
এবিষয়ে নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ছাত্রদলের সাথে কোনো সমস্যা হয়নি। দাঁড়ানো নিয়ে স্বেচ্ছাসেবকদলের সাথে ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। তেমন কিছু না।
যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিশান বলেন, রাজপথে সক্রিয় বেশিরভাগ নেতাকর্মীকে বাদ দেয়ায় তাদের মধ্যে ক্ষোভ আছে। সে ক্ষোভ থেকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
এদিকে ওয়াসা মোড় থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বলে জানিয়েছেন নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। কাজীর দেউড়ি অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয় বলে দাবি করেন তিনি। এসময় পুলিশ লাঠিচার্জ করলে মনসুর আলম, জয়, ইমাদ, ওয়াসিম, মাহিন উদ্দিন ও টিপু সুলতান নামে কয়েকজন কর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।
মশাল মিছিল : জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল করেছে ছাত্রদল। ৭টায় নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টাইগার পাস মোড় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোঃ আনাছ, নূর নবী মহররম, নূর জাফর রাহুল, ফখরুল ইসলাম শাহীন, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, মাহমুদুল হাসান রাজু, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন, রকি হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআমরা মাঠে নেমে গেছি আর ফিরে যাবো না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুশূন্য ১৯তম দিনে নতুন আক্রান্ত ৫৪ জন