দ.আফ্রিকা সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হওয়া পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর নতুন সূচিতে চূড়ান্ত করা হয়েছিল আগেই। এবার বাড়ানো হলো ম্যাচ সংখ্যা। তিনটির পরিবর্তে চারটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। পরে কোভিডের হানায় স্থগিত করে দেওয়া হয় সিরিজটি। তবে সে সময় জানানো হয়েছিল, নতুন সূচিতে ২০২১ সালের এপ্রিলে দেশটিতে খেলবে পাকিস্তান। গতকাল শুক্রবার বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফিকা জানায়, আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টির সিরিজটি। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে করোনাভাইরাসের এই সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান। কদিন আগে কোভিড-১৯ শঙ্কায় অস্ট্রেলিয়া অনির্দিষ্টকালের জন্য দেশটিতে সফর স্থগিত করে দেয় । যেটা হওয়ার কথা ছিল আগামী মার্চে। আগামী ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে পাকিস্তান। সেখানে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে দলটিকে। বর্তমানে পাকিস্তান সফরে আছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়ে টি-টোয়েন্টি সিরিজেও পিছিয়ে সফরকারীরা।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া সংস্থার দুটি শূন্য পদের উপনির্বাচন আজ
পরবর্তী নিবন্ধনির্জন দ্বীপে নারকেল খেয়েই ৩৩ দিন পার!