নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ খানকায় খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরীর (রহ.) পবিত্র ওরশ উপলক্ষে ৬ দিনব্যাপী মাহফিল খাজা গরীবে নেওয়াজ (রহ.) কাল রবিবার হতে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র নাতে রাসূল (দ.), খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও হুজুর খাজা গরীব নেওয়াজে পবিত্র জীবনীর উপর আলোচনা ও সালাতুসাল্লাম আখেরী মুনাজাত। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য খানকাহ শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।