বাঁশখালীর ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে গতকাল সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বাঁশখালী যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক এম মনসুর আলী, ইসলামী যুব আন্দোলন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, যুব আন্দোলন নেতা জাওয়াদুল করিম, মুহাম্মদ আব্বাস উদ্দীন, লোকমান হাকিম প্রমুখ। বক্তারা বলেন, বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গত ১৫ দিনে আমরা একাধিক ব্যক্তিকে হারিয়েছি। আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকেই করেছেন পঙ্গুত্ব বরণ। আমরা এভাবে আর কাউকে হারাতে চাই না। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাঁশখালীতে এসব দেখার কেউ নেই, নেই কোনো নিয়ন্ত্রক সংস্থা। বাঁশখালী সড়কে অনতিবিলম্বে শৃঙ্খলা ফেরাতে হবে। অন্যথায় আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে ১৯ দফা দাবি পেশ করা হয়।
মানববন্ধন শেষে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নুরুল হুদা।