পটিয়ায় পৌরসভা নির্বাচনের একটি মক ভোট কেন্দ্রে একদল উচ্ছৃঙ্খল যুবক ঢুকে কিছুক্ষণ হই হুল্লোড় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের নিষেধ করলেও তারা তাতে কোনো ধরনের কর্ণপাত করেনি বলে জানান প্রিসাইডিং অফিসার ও পটিয়া সরকারি কলেজের প্রভাষক সজল ধর। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মক ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কাল রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন। প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পটিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার সজল ধর জানান, বেশ কিছু যুবক মক ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা চালায়। তাদের বলা হয় আমরা এখনো মেশিনগুলো রেডি করিনি। রেডি হওয়ার পর আপনারা আসেন। কিন্তু তারা আমাদের ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে হই হুল্লোড় শুরু করে। এর পর আবার চলেও যায়।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরাফাত আল হোছাইনী বলেন, মক ভোট কেন্দ্রে একদল যুবক ঝামেলা করেছে শুনেছি; তবে এরা কারা তা জানি না। ব্যবস্থা নেয়ার আগেই তারা চলে যায়।