শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সাগর উপকূলে অবস্থিত এন আর ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে লোহা কাটার সময় অগ্নিদগ্ধ নিজাম উদ্দিন (৪৫) নামে এক জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ইয়ার্ডে সিলিন্ডারের গ্যাসে স্ক্র্যাপ লোহা কাটার সময় অগ্নিদগ্ধ হলে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। সেখানে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নিজাম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার কুমিরা রাজাপুর গ্রামের জামাল বাড়ির শাহ আলমের পুত্র। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিপইয়ার্ডে দগ্ধ শ্রমিক মারা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে ছুরিসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের তিন কর্মকর্তার পদোন্নতি