আব্দুল মাবুদ স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বাঁশখালী চাঁদপুর আব্দুল মাবুদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে চাঁদপুরস্থ পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা গত ৫ ফেব্রুয়ারি পাঠাগারের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চাঁদপুর মাদরাসার অধ্যক্ষ মৌলানা হাফেজ আহমদ, মাস্টার প্রেমানন্দ চৌং, নুরুল হোসেন লিটু, মাস্টার শফিকুল ইসলাম, ফজলুল কবির, ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন, ইলিয়াছ, আনোয়ারুল ইসলাম, ইস্কান্দর মির্জা প্রমুখ। সভায় বক্তারা বলেন, আধুনিক ডিজিটাল যুগে গ্রন্থাগারের চাহিদা অতীতের চেয়ে বর্তমানে কম পরিলক্ষিত হয়। মানুষের অবসর জীবনে বই একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। মেধা মননের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌকার সমর্থনে গণসংযোগ
পরবর্তী নিবন্ধকাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিজিএপিএমইএ’র মতবিনিময়