মুহুরীপাড়ায় সিদ্দিক রেজওয়ানা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে মুহুরীপাড়া আলজাবের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওসমান গণি আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন’র কো-চেয়ারম্যান প্রফেসর সৈয়দা আমেনা সিদ্দিকা ডালিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আসলাম, দিদারুল আলম দিদার, মুহাম্মদ শাহ্‌ আলম, জহিরুল ইসলাম, নুরুল আফসার, হাজী সাগির আহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধরেস্টুরেন্টে ভ্যাট দিয়ে ১০ হাজার টাকার পুরস্কার