স্বাস্থ্যকর্মীদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী, অফিস সহকারী, ক্যাশিয়ার, স্টোর কিপার ও পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) আঞ্চলিক কর্মকর্তা ডা. মৌসুমী দে। ডেপুটি সিভিল সার্জন সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ। প্রেস বিজ্ঞপ্তি।