আধুনিক পদ্ধতিতে উন্নত মানের রাবার চাষ নিয়ে প্রশিক্ষণ

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের উদ্যোগে ‘আধুনিক পদ্ধতিতে উন্নত মানের রাবার চাষ’ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। ৭ ফেব্রুয়ারি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। কর্মসূচিতে অতিথি বক্তা ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মাকছুদুর রাহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন বিভাগীয় কর্মকর্তা ড. এমদাদ হোসেন ও বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. মাহবুবুর রাহমান।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি আবছার উদ্দিন এবং বিভিন্ন রাবার বাগানের ১৫ জন মালিক, ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণার্থীদের মতে, বাংলাদেশে এই প্রথম রাবার বাগান মালিকদের বা রাবার চাষের সাথে সম্পৃক্তদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা রাবার চাষ সমপ্রসারণে ভূমিকা রাখবে। সব শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প সেদিন ক্যাপিটলের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমিকে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা