নির্বাচক হিসেবে কাজ শুরু করেছেন রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন আগেই। এবার শুরু হল তার আনুষ্ঠানিক যাত্রা। বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ইতোমধ্যেই টাইগারদের নির্বাচক হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। সব ঠিক থাকলে দু এক-দিনের মধ্যে নিয়োগপত্রও হাতে পেয়ে যাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এসেছিলেন রাজ্জাক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে পরিচিতি পর্ব সেরেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও সেখানে উপস্থিত ছিলেন।
আকরাম খান জানান রাজ্জাক আজকে এসেছে। ইতোমধ্যে সে মোটামুটি নির্বাচন প্রক্রিয়ায় ঢুকেও পড়েছে। কাজ শুরু করে দিয়েছে। নিয়োগপত্র পেতে ক্‌াগজে কলমে হয়ত দু এক দিন সময় লাগবে। কিন্তু সে নিশ্চিত। আমরা খুব খুশি ওর মত একজন প্লেয়ার নির্বাচক প্যানেলে এসেছে। আশা করছি আমাদের প্যানেল আরও শক্তিশালি হবে। ২০১৭ সালের আগস্ট থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন নির্বাচকের কাজ করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। তার জায়গায় যোগ হলো রাজ্জাক।

পূর্ববর্তী নিবন্ধবিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন
পরবর্তী নিবন্ধফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে