সবার উচিৎ নিবন্ধন করে টিকা নেওয়া

নেলী মজুমদার

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা এলাকার বাসিন্দা নেলী মজুমদার (৫২) থাকেন নগরীর একে খান এলাকায় ছেলের বাসায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় দুই ঘণ্টা অপেক্ষার পর টিকা নিয়ে নিজের অনুভূতি জানালেন দৈনিক আজাদীকে। বললেন, ‘টিকা নিয়ে স্বাভাবিক মনে হচ্ছে। করোনা প্রাদুর্ভাবে আমরা কারো জন্য কিছু করতে পারিনি। সেখানে সবার আগে সরকারিভাবে বিনামূল্যে টিকা পেলাম। তাতেই ভালো লাগছে। এখন সবার উচিৎ নিবন্ধন করে আগেভাগে টিকা নেওয়া।’

পূর্ববর্তী নিবন্ধবিড়ম্বনা কমাতে আরো বুথ প্রয়োজন
পরবর্তী নিবন্ধকোভিড নিয়ে আতংক দূর হয়েছে