সীতাকুণ্ডে ১১ মার্চ থেকে শিব চতুর্দশী মেলা

প্রস্তুতি নিয়ে সমন্বয়সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দশী মেলা আগামী ১১ মার্চ থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শুরু হবে। তিন দিনব্যাপী এই মেলায় তীর্থধামে লাখ লাখ পুণ্যার্থী অংশ নেবে। গতকাল উপজেলা প্রশাসনের সাথে মেলা কমিটির সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীকে পুনরায় নির্বাচিত করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয়সভায় সভাপতিত্ব করেন ইউএনও এবং মেলা কার্যকরী কমিটির সভাপতি মিল্টন রায়। এতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি ১১-১৩ মার্চ শিব চতুর্দশী ও ২৬-২৭ মার্চ দোল পূর্ণিমা মেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়।
আলোচনায় অংশ নেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবে সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, মেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক সুনীল বন্ধু নাথ, প্রেমতোষ দাস, সীতাকুণ্ড পূজা কমিটির সদস্য সচিব তপন চক্রবর্তী, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দে, সমীর কান্তি শর্মা, দুলাল চন্দ্র দে, বিজয় ভট্টাচার্য, স্মৃতিকণা ভারতী, বুলবুল লালা, রঞ্জন ভারতী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি চবি শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা এম এ গণির ইন্তেকাল