র‌্যাংকস এফসির ওপেন স্কাই পার্ক ট্যারেস প্রকল্পের নির্মাণ শুরু

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত খুলশী এলাকাধীন নাসিরাবাদ প্রপার্টিজ এক নম্বর সড়কে নির্মিত হচ্ছে র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের ওপেন স্কাই ট্যারেস এপার্টমেন্ট প্রকল্প পার্ক ট্যারেস। গত ৭ ফেব্রুয়ারি নাসিরাবাদ প্রপার্টিজের ১ নম্বর সড়কের প্রকল্প এলাকায় ফিতা কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়। র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ভূমি মালিক ক্যাপ্টেন আনাম, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সাথে নিয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টজের জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) বিশ্বজিত চৌধুরী, জিএম (ফিন্যান্স) হানিফ বিল্লাহ, এজিএম (বিজনেস ডেভলপমেন্ট) সঙ্গিতা কর্মকার, এজিএম (সেলস) মো. মহিউদ্দিন। এছাড়া র‌্যাংকস এফসি প্রপার্টিজের বিভিন্ন বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যাংকস এফসি প্রপার্টিজের বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক ওয়াজউদ্দিন চৌধুরী মিলন জানান, বিলাসবহুল এই প্রকল্পে প্রতটি ফ্লোরে থাকছে মাত্র একটি করে ইউনিট বিশালাকার ওপেন টু স্কাই ট্যারেস প্রকল্পটিকে দিয়েছে নিজস্বতা। ভার্টিকেল গ্রিনসহ আধুনিক জীবন যাপনের সব ধরনের সুবিধাদি থাকছে প্রকল্পটিতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমির বসন্ত উৎসব রোববার
পরবর্তী নিবন্ধসম্প্রসারিত শিশু কিডনি ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন