শিল্প ও সেবাভিত্তিক দেশে রূপান্তরিত হচ্ছে

প্রিমিয়ার ইউনিভার্সিটির সভায় ড. অনুপম সেন

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনের সেমিনার কক্ষে ব্যবসা-প্রশাসন বিভাগের শিক্ষকদের নিয়ে ব্যবসা-প্রশাসন বিভাগের বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এ থেকে বোঝা যায়, এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসা-প্রশাসনের শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্ব অপরিসীম। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের এই ব্যাপারটি অনুধাবন করতে হবে, তাঁরাও যাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন, সেজন্য তাঁদের প্রস্তুত হতে হবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগের গুণগত মান ক্রমশ বৃদ্ধি করতে হবে।
তিনি ‘বাংলাদেশ আজ কৃষিভিত্তিক দেশ নয়’ উল্লেখ করে বলেন, বাংলাদেশ ক্রমশ শিল্প ও সেবাভিত্তিক দেশে রূপান্তরিত হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুুর রহমান এবং ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন, সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, ব্যবসা-প্রশাসন বিভাগের শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, সাদিয়া আকতার, তাসনিম সুলতানা, জুলিয়া পারভিন, সুলতানা রাজিয়া চৌধুরী, জলি পাল, আফসানা ইয়াসমিন, তাহমিনা রেজা, স্টিভ অস্কার ডি রোজারিও প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সাংবাদিক পরিষদ উত্তর জেলার কাউন্সিল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় প্রতারণা মামলায় সাংবাদিক গ্রেপ্তার