সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত ‘সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ২০২১’ ও ‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২২’ সহ এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত ‘এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৩’ কোয়ালিফায়ার্স’ এর খেলা ২০২২ সালে অনুষ্ঠিত হবে। উক্ত চ্যাম্পিয়নশিপ ও কোয়ালিফায়ার্সে যথাক্রমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল (জন্ম: ০১/০১/২০০৬ হতে তদুর্ধ্ব) অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতা সমূহে অংশগ্রহণের লক্ষ্যে বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বাফুফে’র দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
এই লক্ষ্যে আগামীকাল ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলায় বসবাসরত যে সকল খেলোয়াড়ের জন্ম ০১/০১/২০০৬ হতে তদুর্ধ্বে তাদের উক্ত দিন সকাল ৯ টায় এবং বয়স প্রমাণের জন্য পিএসসি/জেএসসি/জন্ম নিবন্ধনের মূলকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও খেলার সরঞ্জামসহ উপস্থিত থাকার জন্য সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।