বোয়ালখালীতে অনুষ্ঠানরত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল মঙ্গলবারের খেলায় সারোয়াতলী ইউনিয়ন একাদশ ৩-০ গোলে শ্রীপুর খরণদ্বীপ একাদশকে পরাজিত করে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় সারোয়াতলী ইউনিয়ন ফুটবল একাদশের জামাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির মহাসচিব এস এম শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির যুগ্ম মহাসচিব এস এম আলী আকবর, মো. জহুরুল ইসলাম জহুর, হারুনর রশীদ বাবলু, সদস্য কাজি জসিম উদ্দিন, কামরুজ্জমান, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজল, এস এম দেলোয়ার হোসেন হাসান,মিডিয়া উপ কমিটি সদস্য সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমুখ।