আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে কণ্ঠশিল্পী সুমনা রহমান প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ‘আসবো ফিরে’। গানটির কথা লিখেছেন গীতিকবি জয়ন্ত কর্মকার। সুর ও সংগীত পরিচালন করেছেন বর্ণ চক্রবর্তী। ভালোবাসা দিবস উপলক্ষে আজ বুধবার গানটি হিউজ টিভির ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে। বিশেষ দিনে নতুন গানটি শোনার জন্য শ্রোতাদের আহ্বান জানিয়েছেন সুমনা রহমান। সুমনা ঢাকার মেয়ে সুমনা হলেও বৈবাহিক সূত্রে মেহেরপুরে বসবাস করেন তিনি। ২০১৯ এ সুমনা রহমান ৩০ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে ‘সিলন সুপার সিঙ্গার’ রিয়েলিটি শো’তে দ্বিতীয় স্থান অর্জন করেন। সংগীত প্রেমীদের দৃষ্টি কাড়েন। এর আগে বেঙ্গল ফাউন্ডেশনসহ একাধিক সংগীত রেকর্ডিং প্রতিষ্ঠান থেকে তার একাধিক গান প্রকাশ পেয়েছে। নিয়মিত তাকে বিভিন্ন টেলিভিশনে সংগীত পরিবেশন করতে দেখা যায়।