আব্দুল করিম সাহিত্যবিশারদের কবর জেয়ারত করেন ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভা নেতৃবৃন্দ। গত সোমবার পটিয়া পৌরসভার সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম শওকত ও সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক এম. নাজমুল হক চৌধুরীর নেতৃত্বে জেয়ারতকালে নজরুল ইসলাম শওকত বলেন, পুঁথিসাহিত্যের এক অনন্য আলোকবর্তিকা আবদুল করিম সাহিত্যবিশারদ। সাহিত্যের ইতিহাসে নিজের একটা জায়গা করে নেওয়া বেশ কঠিন। তার উপর গুরুত্বপূর্ণ ধারায় নিজেকে অপরিহার্য করে তোলার ব্যাপারে খুব কম সাধকই কৃতিত্বের দাবি করতে পারেন। তিনি সৃজনশীল লেখক ছিলেন না হয়তো কিন্তু নিরলস শ্রমে মননে সাহিত্যের নতুন দিগন্ত আবিস্কারের মাধ্যমে প্রতিনিয়ত জীবন-যাপন করেছেন। বিলুপ্ত প্রায় জীবনের গল্পকে (পুঁথিসাহিত্য) সবার সামনে এনে প্রাণদান করেছেন। এতে আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ নয়ন, শাহরিয়ার মুনতাসীর, মুহাম্মদ রাবিক, নাঈম উদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।