সাতকানিয়ার ঢেমশায় তিনটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে ভাটাগুলোর চিমনি ও কাঁচা ইট স্কেভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মিজানুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযানে রহমত বেগের টেক এলাকায় মির্জা আসলামের মালিকানাধীন থ্রি স্টার ব্রিকস, মো. জাকারিয়া কোম্পানির ফোর স্টার ব্রিকস ও নুরুল আলমের মালিকানাধীন ফোর বি এম ব্রিকস বন্ধ করে দেয়া হয়। এসব ভাটার মালিকদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার পরিদর্শক নূর হাসান সজীব বলেন, সাতকানিয়ার বেশিরভাগ ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স নেই।