ইয়াবাসহ একের পর এক ধরা পড়ছে নারীরা। গত কয়েকদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযানে ৩ নারী ধরা পড়েছেন। গত সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ইয়াবাসহ সেলিনা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিনা কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম পাড়ার মৃত আবদুল্লাহর স্ত্রী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে ২ হাজার ২০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ (গতকাল মঙ্গলবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানান, ৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ চন্দনাইশে ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে পৌরসভার গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন তাসফিয়া আকতার (২৫) ও রোকেয়া পারভীন (২১)।
পুলিশ জানায়, মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনে তল্লাশি চালালে ওই দুই নারী ধরা পড়েন। এর মধ্যে তাসফিয়া কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার মনির হোসেনের স্ত্রী। রোকেয়ার বাড়ি খুলনায়। তিনি তেরখাদা থানার দেলোয়ার হোসেনের স্ত্রী। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।