খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। গতরাত (সোমবার) ১২টার দিকে জেলাসদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি জানিয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্য থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।”