জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ার একটি সড়কও আর কাঁচা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। গতকাল সোমবার সকালে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে দত্ত বাড়ি সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সড়কটি।
হুইপ বলেন, পটিয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। আগামীতে পাহাড়ি পথে রাঙ্গুনিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। অন্যদিকে আনোয়ারার বঙ্গবন্ধু ট্যানেলে যুক্ত হতে নির্মিত হবে কৈগ্রাম সেতু। সবমিলিয়ে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউএনও ফয়সাল আহমেদ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আব্দুল খালেক চেয়ারম্যান, ত্রিদিব দে, নিখিল দে, আনিছুর রহমান প্রমুখ।