চট্টগ্রাম থেকে সূফি সাধকরা ইসলামের ব্যাপ্তি ঘটিয়েছেন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রফেসর সেকান্দর

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর (ক.) ৮৪তম খোশরোজ শরীফের তিন দিনের কর্মসূচি গতকাল সোমবার শুরু হয়েছে। প্রথম দিনে খতমে কুরআন, খতমে বুখারি, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম আয়োজন করা হয়। মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মন্‌িজলে দুপুরে আয়োজন করা হয় দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মইনীয়া প্রকাশনী থেকে কুরআন মজিদের সূফীতাত্ত্বিক তফসীর গ্রন্থ ‘তফসীর-এ-মইনীয়া’ এবং ছামা’র বৈধতার পক্ষে দালিলিক গ্রন্থ ‘কিতাবুছ ছামা’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফিজের প্রেসিডেন্ট মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী (মা.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।
তিনি বলেন, এদেশে ইসলামের প্রবেশদ্বারই হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকেই সূফী সাধকরা ইসলামের ব্যাপ্তি ঘটিয়েছেন সারা দেশে। আর মাইজভাণ্ডারী মহাত্মাদের কল্যাণে এদেশে ইসলাম চর্চা ব্যাপকতা পেয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে গ্রন্থ দুটির ওপর আলোচনা করেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. এসএম রফিকুল আলম, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, অধ্যক্ষ মুফতি হারুনুর রশীদ, অধ্যক্ষ রফিক উদ্দিন ছিদ্দিকী, তফসীর-এ-মইনীয়ার গ্রন্থকার অধ্যক্ষ গোলাম মুহাম্মদ খান সিরাজী, অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম কাশেম, অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান, ড. খলিলুর রহমান, বশির উদ্দিন প্রমুখ। অতিথিবৃন্দ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বরেণ্য ব্যক্তি স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআ.লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য সৈয়দ নুরুল ইসলাম