নগরীর পাহাড়তলী থানাধীন হাজীক্যাম্প সিগনাল কলোনী সংলগ্ন এলাকা থেকে ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোররাত পৌনে ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা জেলার লাকসাম থানাধীন শাহ আলীপুর গ্রামের আবুল বশরের স্ত্রী আলেয়া বেগম প্রকাশ বুচুনী (৫২) এবং একই গ্রামের মো. সুমনের স্ত্রী সীমা আক্তার (৩০)। তারা দুইজনই সিগনাল কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী সিগনাল কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।