আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা গত ৭ ফেব্রুয়ারি আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ এস এম বদরুল আনোয়ারের সভাপতিত্বে এবং ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল আলম, লিবারেল ডেমোক্রেটিক ল’ইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. হাসান আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুদ্দীন আহমদ মীর্জা, নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে এরশাদুল রহমান রিটুসহ প্রতিদ্বন্ধিতাকারী ১৯ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন জাতীয়তাবাদী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার।
অতিথি ছিলেন মকবুল কাদের চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. আবদুল মালিক, আবদুস সাত্তার সারোয়ার, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, এস ইউ এম নুরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রার্থীদের পক্ষে বক্তব্য দেন, সভাপতি পদপ্রার্থী মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এরশাদুর রহমান রিটু। সভায় বক্তারা আইনজীবী ঐক্য পরিষদকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।