শফিকুল হাসানের শয্যাপাশে আ জ ম নাছির

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল জাজিরা বাংলাদেশ বিরোধী যে মিথ্যা অপপ্রচার চালিয়ে ঔদ্ধত্যপূর্ণ ধৃষ্টতা প্রদর্শন করেছে তা একটি অমার্জনীয় অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি আরো বলেন আল জাজিরাকে ইন্ধনদাতা লন্ডনে ফেরারী ও দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকেও দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করতে হবে।
তিনি গতকাল সকালে নগরীর বেসরকারি একটি হাসপাতালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এবং মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসানকে দেখতে গিয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে একথাগুলো বলেন। তিনি শফিকুল হাসানের আশু রোগমুক্তি কামনা করে তার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ১১৯তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধধর্ম প্রতিমন্ত্রীর সাথে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডারের মতবিনিময়