সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড সমিতি-ঢাকা’র উপদেষ্টা পরিষদের সদস্য, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরী গতকাল রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি স্ত্রী-পুত্র-কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ঢাকার গুলশান কেন্দ্রীয় মসজিদে বাদ আসর জানাজা শেষে মরহুমের মরদেহ সীতাকুণ্ডের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।