সদরঘাটে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটের এসআরবি রেলবিট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত আবু কালাম ওরফে কালু (২৭)) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় শনিবার বিকেলেই ছুরিকাঘাতকারী মো. ফরহাদ হোসেন রুবেলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। নিহত কালাম পাঠানটুলীর বংশালপাড়ার সুরুজ মিয়ার ছেলে। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। থাকতেন নগরীর মোগলটুলি গায়েবি মসজিদ এলাকায়। পেশায় তিনি পুরনো মালামালের ব্যবসা করতেন। আর ছুরিকাঘাতকারী যুবক ফরহাদ হোসেন রুবেল (২১) নগরীর আশকারাবাদ মিস্ত্রিপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, কালামের ভাঙারি দোকান আছে। রুবেল তার পূর্ব পরিচিত। ৫ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে সদরঘাটের এসআরবি রেলবিট এলাকায় কালামের বুকে ছুরি মারেন রুবেল। এর ঘন্টা দুয়েক আগে তাদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ছুরিকাঘাতের শিকার কালুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার সকাল ৭ টায় কালু মারা যান। নোবেল চাকমা বলেন, এ ঘটনায় কালুর মা মর্জিনা বেগম রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে শনিবার রাতেই ডবলমুরিং থানা এলাকার আশকারাবাদ মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমেয়র প্রার্থী বললেন, পুলিশ তুলে নিয়েছিল ওবায়দুল কাদেরের কাছে
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে বড় দরপতন