বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করে প্রতিপক্ষ। তাই তাদের শায়েস্তা করতে দা নিয়ে ধাওয়া দিয়েছেন শফিকুল ইসলাম জনী নামে এক কিশোর। তবে কোনো অঘটন ঘটার আগেই তাকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করেছে একটি বড় দা। ঈদগাঁর ঝরনাপাড়ায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, শফিকুল ইসলাম জনী এবং তার দুই সহযোগী একটি গ্যাং মেইনটেইন করত। জনীর এক বন্ধুর প্রেমিকাকে ডিস্টার্ব করে প্রতিপক্ষ। এর প্রতিশোধ নিতে রোববার দুপুরে দা নিয়ে ধাওয়া দেয় প্রতিপক্ষকে। সেখান থেকেই হাতেনাতে আটক করা হয় তাকে। তবে বাকি দুজন পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।