দৈনিক আজাদীতে গত ৫ ফেব্রুয়ারি ‘কুমিরায় ইউনিয়ন আ. লীগের কর্মী সমাবেশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, একটি মহল সুপরিকল্পিতভাবে মিথ্যাচারের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছে। কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করে। কিন্তু কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের কোনো সমাবেশ হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে অভিযোগ তাদের।