চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে প্রায়ই যুক্ত থাকে সিপিডিএল পরিবার। এরই ধারাবাহিকতায় সিএমপির ২০২১ সালের ক্যালেন্ডার মুদ্রণের উদ্যোগ নেয় তারা। ক্যালেন্ডারটি গত ১ ফেব্রুয়ারি সিপিডিএল’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নিকট হস্তান্তর করেন। নতুন এই ক্যালেন্ডারটির বিষয়বস্তু হল ‘বঙ্গবন্ধু এবং চট্টগ্রাম’। মূলত, যুদ্ধ পূর্ববর্তী, অন্তর্বর্তী এবং পরবর্তিকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে চট্টগ্রামের কিছু মূল্যবান ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মুহূর্ত প্রতিফলিত হয়েছে এতে।
ক্যালেন্ডার হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি আমেনা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিপিডিএলের চিফ অপারেটিং অফিসার মো. খায়রুজ্জামান জোয়ারদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।