তিন বছরে বড়দিন উপলক্ষে আড়াই কোটি টাকা অনুদান প্রদান

সার্কিট হাউজে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী

আজাদী ডেস্ক | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিগত ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বড়দিন উপলক্ষে সমগ্র বাংলাদেশে উপাসনালয়গুলোর জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আড়াই কোটি টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়কে নিজ নিজ ধর্মপালনে সরকার সমান সুযোগ দিয়ে থাকেন। দেশবাসী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সবার অংশগ্রহণে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। উল্লেখ্য, ১৯৮৩ সালে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিষয়ক অধ্যাদেশ জারির ২৬ বছর পর ৫ নভেম্বর ২০০৯ সালে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। সরকার ২০১১ খ্রিস্টাব্দের জুলাই মাসে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য ৫ কোটি টাকার এনডাওমেন্ট তহবিল ছাড়পূর্বক ট্রাস্টের নামে ১টি স্থায়ী আমানত করেছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর বিগত ১০ বছরে ট্রাস্ট তহবিলের মুনাফা থেকে দেশের ৪ শ’ ১৭টি চার্চকে ২ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। পালক-পুরোহিতদের দক্ষতাবৃদ্ধির জন্য ৬টি এবং ছাত্র-যুবকদের নীতি-নৈতিকতা বিষয়ক ১৪টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে ৪ শ’ ৪৬ জন পালক-পুরোহিত এবং ৯ শ’ ৬৬ জন ছাত্র-যুবক অংশগ্রহণ করেছে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমদ্দারের সভাপতিত্বে ও মানিক উইলভার ডি’কস্তার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আ. হামিদ জমাদ্দার, ইফার মহাপরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম। বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা ও বৌদ্ধ ধমীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন খ্রিস্টীয় উপাসনালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পর প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে নগরীর ষোলশহরের চশমা হিলস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত শেষে তাঁর বাসভবনে সহধর্মিনী হাসিনা মহিউদ্দিনের সাথে কুশলাদি বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টল ইয়ুথ কয়ারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৬৮ জন