আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ৬নং ওয়ার্ডস্থ বাসুদেবের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির। সঞ্চালনায় ছিলেন ইব্রাহিম খলিল দুলাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন মগধরা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম ও সমাপনী বক্তব্য রাখেন জাবেদ ইকবাল পারভেজ। এছাড়াও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রাকিব জাহাঙ্গীর, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম খলিল দুলাল, মাঈনুউদ্দীন মনির, জতিশ জলদাস, মনির হায়দার মিলন মাস্টার, বাবুল মাস্টার, শাহাজাহান মাস্টার, আজম খান, নাছির উদ্দীন ও দেলোয়ার কোম্পানি সহ অনেকেই বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।