চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা অসহায়-অজ্ঞাত রোগীদের সেবার জন্য হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়াকে সম্মাননা দিয়েছে সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও থানার টেকবাজার হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জহিরের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ফুটন্ত কিশোর সংঘের সভাপতি মো. সাদ্দাম বলেন, জহিরুল হক দীর্ঘদিন ধরে চমেক হাসপাতাল আসা অসহায় রোগীদের নানাভাবে সহায়তা করে আসছেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালালদের উৎপাত ঠেকাতে কাজ করছেন। সম্মাননা পাওয়ার পর জহিরুল হক বলেন, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে হাসপাতালে আছি। চমেক হাসপাতাল আমার ঘরবাড়ির মতো। চাকরিজীবনের প্রায়ই সময় এই হাসপাতালে কাটিয়েছি। তাই এই হাসপাতালে আসা রোগীদের নিজের পরিবারের সদস্যের মতো মনে হয়। এজন্য তাদেরকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি। প্রেস বিজ্ঞপ্তি।