স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি উৎসব গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পর্বে ছিল- বাল্যভোগ, মঙ্গলারতি, বেদ পাঠ, বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ, জপ-ধ্যান, স্তব, স্তুতি, ঠাকুর ও স্বামীজীর বিশেষ পূজা, ভোগ, হোম এবং পরিশেষে তার জীবনাদর্শের উপর আলোচনা সভা। করোনা পরিস্থিতির কারণে জন্মতিথি উৎসবের সকল কার্যক্রম সেবাশ্রমের অনলাইনে সম্প্রচারিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মাইল বাংলাদেশের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ’র ওরশ সম্পন্ন