মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের অনুদান

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ, বান্দরবান, কক্সবাজারের সমন্বয়কারী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। তিনি বলেন, এই সংগঠনের মতো সহযোগিতা নিয়ে প্রত্যেকটি সংগঠন এগিয়ে আসলে দেশ থেকে দারিদ্রতা অনেকাংশে কমে আসবে। মো. লোকমান হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ-সাতকানিয়ার সমন্বয়কারী ডা. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাশিমপুর শাখার সভাপতি মো. ফরিদুল আলম, সহ-সভাপতি মেম্বার ফজলুল করিম জাহাঙ্গীর, পৌরসভার ৫নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, চন্দনাইশ শাখার সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, হাজী শরাফত আলী প্রমুখ। শিক্ষা প্রকল্প ও করোনা প্রাদুর্ভাবে আর্থিক সহায়তা হিসেবে গতকাল চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিম খানা ও হেফজখানায় এবং তৈয়বিয়া তাহেরিয়া হাকিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া বান্দরবানের ২ জন, কক্সবাজারের ৩ জন ও চন্দনাইশের ৮ জন হতদরিদ্রকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট ট্রাস্টি বোর্ডের সভা
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে জুট গোডাউনে আগুন