নগরীর পূর্ব বাকলিয়ায় বির্জা খালে অপরিশোধিত বর্জ্য ফেলার অভিযোগে বিএম ডাইং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরি নামে একটি কারখানা বন্ধ এবং বায়েজিদ এলাকায় পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার পাশাপাশি নির্ধারিত বায়ুর মান পরীক্ষা না করে পরিবেশ দূষণের অপরাধে বেঞ্জ ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড নামে একটি স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব পদক্ষেপ নেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, পূর্ব বাকলিয়ায় বিএম ডাইং এন্ড থ্রেড ফ্যাক্টরিতে ইটিপি রয়েছে। কিন্তু ইটিপিটি বিস্ফোরিত হয়ে দীর্ঘদিন থেকে অকার্যকর রয়েছে। আমরা পরিদর্শন করে দেখেছি কারখানাটি ইটিপি ছাড়াই অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী বির্জা খালে ফেলছে। এতে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধিত হচ্ছে। তাছাড়া কারখানাটির ইটিপি অকার্যকর থাকার বিষয়টিও পরিবেশ অধিদপ্তরকে অবগত করেনি। পরিবেশগত ছাড়পত্রও তারা হালনাগাদ করেনি। এর আগেও প্রতিষ্ঠানটিকে ক্ষতিপূরণ (জরিমানা) আরোপ করা হয়েছিল। তাই বৃহস্পতিবার পরিদর্শনের পর কারখানাটির উৎপাদন তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, বায়েজীদ বোস্তামি শিল্প এলাকার বেঞ্জ ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ছাড়পত্র নবায়ন না করেই কারখানার উৎপাদন চালিয়ে যাচ্ছিল। তাছাড়া বছরে ৪ বার বায়ুমান পরীক্ষা করার কথা থাকলেও তারা করেনি। যে কারণে প্রতিষ্ঠানটিতে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।