‘যৌতুক ও মাদকের আগ্রাসন থামাতে হবে’

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাংসদ দিদারুল আলম এমপি বলেছেন, যৌতুক ও মাদকের আগ্রাসন থামাতে হলে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিদ্যমান আইনকে যুগোপযোগী, কার্যকর ও বাস্তবায়নযোগ্য করতে হবে। যৌতুক ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। এই দুই অভিশাপ থেকে দেশবাসী ও তারুণ্যকে বাঁচাতে ঘরে ঘরে প্রতিরোধের বলয় তৈরি করতে হবে।
গতকাল বুধবার নিজ বাসভবনে আন্‌জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ৬ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্‌ জাতীয় মসজিদ ময়দানে আন্‌জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠেয় যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশের সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ ওসমান, এয়ার মুহাম্মদ, মুহাম্মদ এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের সাথে স্কুল-কলেজ ছাত্র প্রতিনিধিদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনগরে ১৫ টিকাদান কেন্দ্রে থাকবে ৬৫ টিম