নগরীর ১৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিল মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর বড় ভাই মো. জসিম উদ্দিন চৌধুরী গত রোববার রাত ৩ টায় হৃদরোগে আক্রাত হয়ে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল(ইন্নালিল্লাহে–রাজেউন) করেন। গত সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।তিনি স্ত্রী, ২ ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।