নতুন সালে খুকুমণি পেয়ে নতুন বই
খুশিতেই সে নাচানাচি করছে হইচই।
নতুন সালে রঙিনমাখা মলাট বাঁধা বই
উলটপালট করে খুকি দেখতে নতুন বই।
নতুন বইয়ে নতুন স্বাদ গল্প নতুন ছড়া,
সাতসকালে খুকুমণি পড়তে বসে পড়া!
বাংলা-ইংলিশ গণিত বই পড়ে ধারাপাত
খুকুমণি ব্যস্ত এখন সকাল-দুপুর,রাত।
মন্টু মিন্টু খুকুমণি হাতে নতুন বই –
তাইতো ওরা সঙ্গী হয়ে ইস্কুলে যায় ওই!